নয়াদিল্লি: রাহুল গান্ধির ব্রিটেন সফর নিয়ে এমনিতেই জলঘোলা চলছে। তারমধ্যে একটি ভিডিও নিয়ে রাহুলকে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি নেতারা। ভিডিওটিতে দেখা গিয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাহুল। সেখানে মঞ্চে এক সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। উপস্থিত ছিলেন দর্শকরাও।
Wish friends in BJP could understand the pain of losing ur grandmother and father in gruesome terrorists attacks and summarise the dichotomy between violence & non-violence in one word -“forgiveness”.
Political differences apart, let’s not belittle Gandhian value of Non-violence https://t.co/98O2GYhzs3
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 25, 2022
ওই সাংবাদিক রাহুলকে প্রশ্ন করেন, ভারতীয় সমাজে অহিংসা ও হিংসার সহাবস্থানকে কীভাবে দেখেন তিনি? উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন রাহুল। তিনি যে কিছু ভাবছিলেন, তা ভিডিওতে স্পষ্ট। এরপর রাহুল উত্তর দেন, ‘আমার মাথায় যে শব্দটি আসছে, তা হল ক্ষমা।’ এরপর ফের কিছুক্ষণ ভাবতে থাকেন রাহুল। দর্শকদেরও জানান, যে তিনি ভাবছেন। সাংবাদিক তাঁকে বলেন, রাহুলকে অস্বস্তিতে ফেলতে চাননি তিনি। জবাবে রাহুল জানান, তিনি আরও গভীরে গিয়ে উত্তর দিতে চান। কিন্তু এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়তেই মাঠে নামেন বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিও টুইট করে লেখেন, ‘এর চেয়ে সাজানো সাক্ষাৎকার দিলে বেশি প্রতিক্রিয়া পাওয়া যেত।’ পালটা দেন কংগ্রেস নেতারাও। রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, যিনি ঠাকুমা ও বাবাকে সন্ত্রাসবাদী হামলায় হারিয়েছেন, তাঁর কষ্ট বিজেপি নেতারা বুঝবে না। রাজনীতির জন্য গান্ধিজির অহিংসার বাণীকে ছোট না করার অনুরোধও করেন সুরজেওয়ালা।