ডিজিটাল ডেস্ক : ভারত জোড়ো যাত্রা থেকেই বিতর্ক সৃষ্টি করলেন কংগ্রেস শীর্ষ নেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) । বিনয়ক দামোদর সাভারকারের বিরুদ্ধে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। আর তার ফলে ইতিমধ্যেই মুম্বাইয়ের শিবাজী পার্ক থানায় রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর এবং শিবসেনা সাংসদ রাহুল শেওয়ালে। প্রসঙ্গত জানা গিয়েছে, রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রা চলাকালীন সাভারকার প্রসঙ্গ টেনে বলেন, ”বীর সাভারকর ব্রিটিশকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, ‘স্যার, আমি আপনাদের আজ্ঞাবহ দাস।’ এবং তাতে স্বাক্ষর করেছিলেন। সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন। তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে প্রতারণা করেছিলেন ভয়ে ভয়ে চিঠিটিতে সই করে।” আর রাহুল গান্ধির এই মন্তব্য ঘিরেই ব্যাপক বিতর্ক তৈরি হয়।
এই মন্তব্যের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর। তিনি বলেন, ”অতীতেও এভাবেই সাভারকরের অপমান করেছে ওরা। তাই এবার আমরা রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। একজন মহিলা শরদ পওয়ারকে অপমান করায় জেলে গিয়েছিলেন এক মাসের জন্য। সাভারকর পাওয়ারের চেয়ে অনেক বড় নেতা। তাই এবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার।” রঞ্জিত সাভারকর জানিয়েছেন, এবারই প্রথম নয়। এর আগেও রাহুল গান্ধি সাভারকর প্রসঙ্গে আপত্তিসূচক মন্তব্য করেছিলেন। এই নিয়ে শিবসেনার বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। কার্যত এই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে ব্যাপক চর্চা। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায়, সেটাই দেখার।