নয়াদিল্লি: মোদি সরকারের প্রায় সব পদক্ষেপে রাহুল গান্ধি কটাক্ষ করে থাকেন। সেজন্য নেট দুনিয়ায় প্রায়ই ট্রোলড হতে হয় তাঁকে। সোমবার বাজেট পেশের সময় তাঁকে নির্জীব দেখাল। ঘুমে চোখ প্রায় বুঁজে এসেছে রাহুলের। দেখলে মনে হবে ঝিমোচ্ছেন। মোদি সরকারের পেশ করা বাজেট সম্পর্কে নিস্পৃহতা থাকতে পারে কোনও সাংসদের। তাই বলে সংসদীয় সৌজন্য মানবেন না? দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের তরুণ নেতার এই হাল দেখে অনেকেই বিরক্ত। তাঁর বেজারমুখো ঝিমিয়ে পড়া ছবি দেদার ট্রোলড হল সোশ্যাল মিডিয়ায়। রাহুল নির্বিকার। এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কংগ্রেসের যুবরাজ।
প্রধানমন্ত্রীর ‘কালা জাদু’ মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন রাহুল গান্ধি
ডিজিটাল ডেস্কঃ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পর এবার রাহুল গান্ধিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) 'কালা জাদু' মন্তব্যের পরিপ্রেক্ষিতে...
Read more