রায়গঞ্জঃ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। বুধবার ঘটনাট ঘটে রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের সনগাঁও গ্রামে। মৃত শিশুর নাম উজ্জ্বল হরিজন।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই শিশুর মা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। তখনই বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে এবং তাতে চাপা পড়ে যায় শিশুটি। ঘণ্টাখানেক পর শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
এদিকে, ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন মৃত শিশুর বাবা বুধু হরিজন। লকডাউনের জেরে বাড়িতে আসতে পারেননি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আদরি সরকার বলেন, ‘আমরা ওই পরিবারের পাশে রয়েছি। যাবতীয় সাহায্য করা হয়েছে।’