বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জঃ একেতেই করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এর মধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্ত সংকট। লকডাউনের কারণে একের পর এক রক্তদান শিবির বাতিল হয়ে যাওয়ায় গত একসপ্তাহে এক ইউনিটও রক্ত সংগ্রহ হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, বড় কোনো অঘটন ঘটে গেলে রায়গঞ্জ মেডিকেল কলেজের পক্ষে রক্ত সরবরাহ করা মুশকিল হয়ে উঠবে। এই পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এল রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার রায়গঞ্জ থানার তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশের কর্তা, কর্মী সহ সিভিক ভলান্টিয়াররা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জবাসী।
এদিন প্রথমে রক্তদান করেন রায়গঞ্জ থানার আইসি সুরোজ থাপা। তিনি বলেন, ‘লকডাউনের মধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজে রক্ত সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যাতে মেডিকেল কলেজে ভর্তি হতে আসা রোগীদের রক্ত নিতে কোনো অসুবিধা না হয়, সেকারণে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি।’
পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘রক্ত সংকট মেটানোর জন্যই রায়গঞ্জ মহকুমার প্রতিটি থানার পুলিশকেই রক্তদান শিবির করার কথা জানানো হয়েছে। সেই মোতাবেক এদিন রায়গঞ্জ থানা ক্যাম্পাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।’
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিং, ডিএসপি প্রসাদ প্রধান সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।