রায়গঞ্জ: ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক)-এর মূল্যায়নে নম্বর কমল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। ফলে মান বাড়াতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
গতকাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইসি বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন কমিটি গড়া হয়। মূলত কয়েকমাস আগে ন্যাকের সদস্যরা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তাতে প্রতিনিধিদের বিচারে মান অনেকটাই কমেছে এই বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ন্যাকের কাছে পুনর্মূল্যায়নের আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে ফের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন ডেটা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।