রায়গঞ্জ: সিমেস্টার ফি কমানোর দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে শামিল হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের সেলফ ফিন্যান্সের ছাত্র-ছাত্রীরা। এদিন সিমেস্টার ফি কমানোর দাবিতে রেজিস্ট্রারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
পড়ুয়াদের অভিযোগ, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের কোর্স ফি পাঁচগুন বেশি। অথচ এখানকার সেলফ ফিন্যান্সের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরি থেকে শুরু করে অন্য বিশেষ কোনও সুবিধাই পান না। একাংশ অধ্যাপকও ঠিকমতো ক্লাস নেন না। অথচ প্রতিটি সিমেস্টারে মোটা অঙ্কের ভর্তি ফি গুনতে হয়। করোনা অতিমারির কারণে অধিকাংশ পরিবারগুলির অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ১৫-১৬ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। ভর্তি ফি কমানোর জন্য দাবি জানালেও সমস্যার কথা না শোনায় এদিন অবস্থানে বসেন তাঁরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন বিভাগের ডিন দীপককুমার রায় জানান, সেলফ ফিন্যান্সের পি জি সেকেন্ড ও চতুর্থ সিমেস্টারের ছাত্র-ছাত্রীরা কোর্স ফি কমানোর জন্য আবেদন জানিয়েছেন। এই বিষয়ে ফি কমিটিতে আলোচনা করা হবে। পাশাপাশি তিনি জানান, সেলফ ফিন্যান্স কোর্স মানেই টাকা দিয়ে পড়াশোনা। এটা ছাত্র-ছাত্রীরা জেনেই ভর্তি হয়েছেন। তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আলাদা স্ট্যাটাস রয়েছে, তাদের কোর্স ফি ভিন্নরকম হতে পারে।
আরও পড়ুন : পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে গৌড়বঙ্গের নয় পুরসভা নিয়ে প্রশিক্ষণ শিবির