নয়াদিল্লিঃ রবিবার জনতা কার্ফিউর মধ্যে রেল পরিষেবাও স্থগিত করে দেওয়া হল। শনিবার মধ্যরাত থেকে পরের দিন রাত ১০টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। লোকাল বা দুরপাল্লার কোনও ট্রেনই এই সময় দেশের কোনও স্টেশন থেকে ছাড়বে না। শুধু জরুরী পরিষেবা ভিত্তিক এবং অত্যাবশ্যক কারণে কয়েকটি লোকাল ট্রেন চালানো হবে। তবে ওই সময় মাঝপথে যেসব ট্রেন চলন্ত অবস্থায় থাকবে সেটিকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়া হবে জানিয়ে দিল রেল।
অবশ্য ট্রেন বাতিল হওয়ার জেরে টিকিটের দাম ফেরত পেতে যাত্রীরা যাতে নাকাল না হন, তা সুনিশ্চিত করবে রেল। এছাড়া রবিবার বন্ধ থাকবে আইআরসিটিসি-র সমস্ত স্টল। জনতা কার্ফুর দিন রাজধানী, শতাব্দী ও দুরন্ত ছাড়া কোনও ট্রেনে খাবার সরবরাহ করবে না আইআরসিটিসি। তবে সফরকালীন চলন্ত ট্রেন থেকে কোনও স্টেশনে নামা যাত্রীরা সেই স্টেশনেও বিশ্রামাগারে থাকতে চাইলে তাদের ভিড় নিয়ন্ত্রণ করে থাকার ব্যবস্থা করার পাশাপাশি অপেক্ষারত যাত্রীদের পানীয় জল এবং অর্থের বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করবে রেল।
বাগ্রাকোট চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ
বাগ্রাকোট: এবার আর চা বাগানের সেচ নালা নয়। খোদ বাগানের সিনিয়ার সহকারি ম্যানেজারের বাংলো চত্বরের বিশাল এক বাহারি ফুল গাছের...
Read more