ইম্ফল: বিশ্বের উচ্চতম রেল সেতু তৈরি হচ্ছে মণিপুরে, যার উচ্চতা ১৪১ মিটার। ভারতীয় রেলওয়ে মণিপুরের ইম্ফলে বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতু নির্মাণ করছে। ১১১ কিলোমিটার দীর্ঘ জিরিবাম-ইম্ফল রেলপথ প্রকল্পের একটি অংশ হল এই সেতু। প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সন্দীপ শর্মা বলেন, ‘প্রকল্পের কাজ শেষ হলে ১১১ কিলোমিটার দূরত্ব যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে। বর্তমানে জিরিবাম-ইম্ফলের (এনএইচ-৩৭) মধ্যে দূরত্ব ২২০ কিমি, এই পথ যেতে প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগে।’
Presently the distance between Jiribam-Imphal (NH-37) is 220 km, which took about 10-12 hrs of travelling. After the construction, the bridge crossing Noney valley will become the world's highest pier bridge," Sandeep Sharma, Chief Engineer of the project added. pic.twitter.com/2yTjbkGAnG
— ANI (@ANI) November 27, 2021