নিশিগঞ্জ: রেল যাত্রীদের সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। অন্য়দিকে, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, কেন্দ্রীয় রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
রবিবার কোচবিহার-১ ব্লকের চান্দামারি ও দেওয়ানবস গ্রামে যান রবীন্দ্রনাথ ঘোষ। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবাররের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের সদস্য়দের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কৃষক নেতা খোকোন মিঞাঁ ও শ্রমিক নেতা পরিমল বর্মন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘ঘটনার পরদিন ভয়াবহ দুর্ঘটনাস্থল দেখে আমি নিজেকেও ঠিক রাখতে পারিনি। সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলাম। আসলে অযোগ্য লোকেদের হাতে এখন রেল দপ্তরের দায়িত্ব রয়েছে। কাবুলিওয়ালাদের মত ব্যবসা করছে রেল। যাত্রী সুরক্ষার কোনও উদ্যোগ নেই। ঘটনার দায় স্বীকার করে রেল মন্ত্রীর উচিত ছিল পদত্যাগ করা।’