নিউজ ডেস্ক: পুজোর মরসুমে মঙ্গলবার থেকে ভারতীয় রেল তরফে চালান হবে উৎসব স্পেশাল ট্রেন। চলবে ৩০ নভেম্বর অবধি। অতিরিক্ত ভাড়া নিয়ে মোট ৩৯২ টি ট্রেন চালান হবে যাতে উৎসবের মরশুমে সবাই বাড়ি যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন। এরমধ্যে বাংলা পেয়েছে ৬৬টি ট্রেন।
এই বিশেষ ট্রেনগুলি চলবে মূলত কলকাতা, পাটনা, বারাণসী, লখনউ থেকে যেখানে চাহিদা বেশি দুর্গাপুজা, দশেরা ও ছটপুজার জন্য। রেল মন্ত্রক সূত্রে খবর, ধাপে ধাপে ৬৬৬ মেলট্রেন ও এক্সপ্রেস ট্রেন চালান হবে। তার সঙ্গে যুক্ত হল ৩৯২ টি ট্রেন আগামী ৪০ দিনের জন্য। শ্রেণি অনুযায়ী এই সব উৎসব স্পেশাল ট্রেনে ১০-৩০ শতাংশ বেশি টাকা দিতে হবে। ৫৫ কিলোমিটার ঘণ্টা পিছু গতিতে চলবে এই ট্রেনগুলিতে।
তবে করোনাকালে যেহেতু দুর্গাপুজো, নবরাত্রি সহ বিভিন্ন উৎসব। তাই মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধি। অর্থাৎ মাস্ক পরা ও সোশ্যাল ডিস্টেন্সিং রাখা আবশ্যক। কোভিড পজিটিভ হয়ে যদি আপনি ট্রেনে ওঠেন তাহলে জেল ও জরিমানা উভয়ই হতে পারে।
একনজরে দেখে নিন বাংলার ট্রেনগুলি –
১) শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।
২) হাওড়া-জম্মু-তাওয়াই (প্রতিদিন)।
৩) হাওড়া-রাজেন্দ্রনগর টার্মিনাল (দানাপুর) (প্রতিদিন)।
৪) শিয়ালদহ-জয়নগর (প্রতিদিন)।
৫) হাওড়া-রক্সৌল জংশন (প্রতিদিন)।
৬) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন)।
৭) কলকাতা-গোরখপুর (সপ্তাহে চারদিন)।
৮) হাওড়া-কাঠগোদাম (প্রতিদিন)।
৯) আজমেঢ়-শিয়ালদহ (প্রতিদিন)।
১০) উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।
১১) বিকানির জংশন-কলকাতা (প্রতিদিন)।
১২) পুরী-হাওড়া (প্রতিদিন)।
১৩) সম্বলপুর-হাওড়া (সাপ্তাহিক)।
১৪) গুয়াহাটি-কলকাতা (সপ্তাহে তিনদিন)।
১৫) রাজেন্দ্রনগর টার্মিনাল-হাওড়া (প্রতিদিন)।
১৬) লোকমান্য তিলক টার্মিনাল-হাওড়া (সপ্তাহে দু’দিন)।
১৭) সাঁতরাগাছি-পুদুচেরি (সাপ্তাহিক)।
১৮) হাওড়া-এর্নাকুলাম (সাপ্তাহিক)।
১৯) সাঁতরাগাছি-পুণে (সাপ্তাহিক)।
২০) সাঁতরাগাছি-পুরী (সাপ্তাহিক)।
২১) হাওড়া-দিঘা (প্রতিদিন)।
২২) রাঁচি-হাওড়া (প্রতিদিন)।
২৩) সাঁতরাগাছি-চেন্নাই (দ্বি-সাপ্তাহিক)।
২৪) টাটানগর-হাওড়া (প্রতিদিন)।
২৫) হাওড়া-পুরী (প্রতিদিন)।
২৬) শালিমার-গোরখপুর (নির্দিষ্ট দিনে)।
২৭) কন্যাকুমারী-হাওড়া (সাপ্তাহিক)।
২৮) গোরখপুর-কলকাতা (সপ্তাহে চারদিন বা দ্বি-সাপ্তাহিক)।
২৯) হাওড়া-যশবন্তপুর (প্রতিদিন)।
৩০) ওখা-হাওড়া (সাপ্তাহিক)।
৩১) পোরবন্দর-হাওড়া (দ্বি-সাপ্তাহিক)।
৩২) ত্রিবান্দম-শালিমার (দ্বি-সাপ্তাহিক)।
৩৩) গোরখপুর-শালিমার (সাপ্তাহিক)।