ডিজিটাল ডেস্কঃ ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ থাকা শুরু হয়েছে গতকাল থেকে। আজকে ছিল দ্বিতীয় দিন। জানা গিয়েছে, দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত ব্যান্ডেল দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ব্যান্ডেল স্টেশন দিয়ে যাতে মসৃণভাবে ট্রেন চলাচল করতে পারে তার জন্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যে সময়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে, সেই সময় সাধারণত যাত্রী চলাচল কম থাকে। একইসাথে বলা হয়েছে, ব্যান্ডেল-মগরা থার্ড লাইন এবং ইন্টারলকিংয়ের যে কাজ শুরু হয়েছে তা ভবিষ্যতে এক্সপ্রেস ট্রেনের গতি যেমন বাড়াবে, তেমনি লোকাল ট্রেন চালাতেও সুবিধা করবে। তবে রেল কর্তৃপক্ষ যাই বলুক না কেন, এতটা দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় কিন্তু অসুবিধায় পড়ছেন যাত্রীরা।
আরও পড়ুনঃ অর্জুন সিং এবার সাক্ষাৎ করতে চলেছেন জে পি নাড্ডার সঙ্গে