কলকাতা: সম্প্রতি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দল নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ভোটের পারদ ততই চড়ছে। কোথাও মিছিল তো কোথাও কর্মীসভা চলছে। প্রার্থী তালিকা পেশ করেছে তৃণমূলও। ব্যারাকপুরের শাসকদলের প্রার্থী হিসেবে নাম রয়েছে রাজ চক্রবর্তীর। তাই ভোট যুদ্ধ শুরু হওয়ার আগেই জগন্নাথ দর্শনে গেলেন রাজ-শুভশ্রী।

টলিউডের এই পাওয়ার কাপল নিজেই তাঁদের পুরী ভ্রমণের কথা সকলকে জানিয়েছেন। বর্তমানে রাজনীতিতে যোগদান করে প্রচারের কাজে বেশ ব্যস্তই রয়েছেন রাজ। তার মধ্যেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। তাই জগন্নাথ ধামে পুজো থেকে শুরু করে সমুদ্র সৈকতে হইচইয়ের সমস্ত ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ-শুভশ্রী।
- Advertisement -