জয়পুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ১১ জনের। আহত হয়েছেন ৭ জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের ঝুনঝুনু জেলায়।
জানা গিয়েছে, যাত্রীবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মেরে উলটে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।