Online Desk: ডাইনোসরের পায়ের ছাপ সোনার কেল্লার দেশে! জয়সালমেরের থর মরুভূমিতে সম্প্রতি বিশালাকার পায়ের ছাপ মেলার পরই শোরগোল পড়ে যায়।

বিজ্ঞানীদের অনুমান, যে পায়ের ছাপ উদ্ধার হয়েছে তা ডাইনোসরের। যা ইউব্রোনেটস গ্লেনরোসেনসিস এবং গ্র্যালাটর টেনিয়াস প্রজাতির। বিজ্ঞানীরা মনে করছেন, এক সময়ে এখানে সমুদ্র উপকূল ছিল। আবহওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে তা নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে ডাইনোসরের সেই পায়ের ছাপ এখন শক্ত পাথরে পরিণত হয়েছে। তিন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপের মধ্যে ইউব্রোনেটস জাইগ্যানটিয়াস এবং গ্লেনরোসনসিস প্রজাতির পায়ের ছাপ ৩৫ সেন্টিমিটার। গ্র্যালাটার প্রজাতির পায়ের ছাপ ৩৫ সেন্টিমিটার। যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বীরেন্দ্র সিংহ পারিহার জানিয়েছেন, এই পায়ের ছাপগুলি ২ কোটি বছর আগের।