জয়পুর: মাঙ্কিপক্সের (Monkey Pox) উপসর্গ নিয়ে রাজস্থানের হাসপাতালে ভর্তি এক যুবক। মাঙ্কিপক্সে আক্রান্তদের জন্য তৈরি বিশেষ ওয়ার্ডে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের সুপারিনটেনডেন্ট ডাঃ অজিত সিং বলেছেন, ‘২০ বছর বয়সি ওই যুবকের মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে। তাঁর নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। রবিবার গভীর রাতে ওই যুবককে কিষাণগড় থেকে রেফার করা হয়েছিল। তাঁকে বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ ওই যুবক চার দিন ধরে জ্বরে ভুগছেন বলে জানান অজিত।
আরও পড়ুন : ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যু কেরালায়, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের