রাজগঞ্জঃ ১০ দিনেই শেষ রান্নার গ্যাস। সিলিন্ডার ঝাঁকাতেই মিলল বালি! শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জে। গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে প্রায় ৬ কেজি বালি বের হয় বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে বড় কোনও প্রতারণাচক্রের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজগঞ্জের কায়েতগছ গ্রামের বাসিন্দা জ্যোৎস্না রায় বলেন, ‘১২ দিন আগে উজ্জ্বলা যোজনা প্রকল্পের গ্যাস সিলিন্ডার নিয়েছি। কুকুরজান ইন্ডেন গ্রামীণ বিতরক থেকে সিলিন্ডার দিয়েছে। শুক্রবার লক্ষ্য করি সিলিন্ডারে গ্যাস নেই। সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি ওজন করে দেখি। খালি সিলিন্ডারের ওজন সাড়ে ১৫ কেজি হওয়ার কথা। কিন্তু আমার সিলিন্ডারের ওজন প্রায় ২১ কেজি।’ প্রতিবেশীদের সহযোগিতায় ওই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে ঝাঁকাতেই প্রায় ৬ কেজি বালি বেরিয়ে আসে বলে অভিযোগ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হজরত মহম্মদ। তিনি বলেন, ‘বিষয়টি বিডিওকে জানানো হবে।’ সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির মালিক পুলক রায় বলেন, ‘আমরা শুধু গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিই। গ্যাস সিলিন্ডারে বালি কোথা থেকে এল, তা আমার জানা নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’