রাজগঞ্জ: মানবপাচার নিয়ে রাজগঞ্জের (Rajganj) মেয়ের তৈরি ওয়েব সিরিজ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। স্বাধীনতা দিবসের দিনে ওয়েব সিরিজটি রিলিজ হয়। সেখানে অভিনয় করেছেন বলিউডের কয়েকজন খ্যাতনামা অভিনেতা সহ জলপাইগুড়ি, শিলিগুড়ি ও রাজগঞ্জের একঝাঁক স্কুল-কলেজ পড়ুয়া। সোমবার সন্ধ্যায় রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয় ওয়েব সিরিজটি।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বাজার এলাকার শিক্ষক রবি দাসের মেয়ে সৌমিতা। ছোটবেলা থেকেই গান ও নাচের প্রতি ঝোঁক ছিল। রাজগঞ্জেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। কলকাতায় গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সময় সিনেমা জগতের অনেকের সঙ্গে তার পরিচয় হয়। চাকরিতে যোগ দিলেও তা ছেড়ে দিয়ে সিনেমা করার স্বপ্ন নিয়ে ২০১৫ সালে মুম্বইয়ে পাড়ি দেন তিনি। সেখানে গিয়ে পরিচয় হয় দিল্লির বাসিন্দা অভিনেতা পারস মদনের সঙ্গে। দুজনে মিলে তৈরি করেন একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেখান থেকে দুজনের বন্ধুত্ব তৈরি হয়। সম্প্রতি তাঁরা বিয়েও করেন। সৌমিতা জানান, উত্তরবঙ্গকে নিয়ে সিনেমা তৈরি করা ও এখানকার ছেলেমেয়েদের সেই সিনেমায় সুযোগ দেওয়ার স্বপ্ন অনেকদিন থেকেই ছিল। মাথায় আসে রাজগঞ্জ তথা উত্তরবঙ্গ থেকে অনেক মেয়ে পাচার হয়েছে। সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই বেশি মানব পাচার হয়েছে বলে তিনি তথ্যসূত্রে জানতে পারেন। তাই উত্তরের মানবপাচার নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করার জন্য স্বামীকে নিয়ে সোজা চলে আসেন রাজগঞ্জের বাড়িতে। মানবপাচারের উপর সাইবার সিংঘম নামে ওয়েব সিরিজ করার জন্য মনস্থির করেন। পাশাপাশি রাজগঞ্জেই গোটা শুটিং করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। অডিশনের মাধ্যমে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও রাজগঞ্জের কয়েকজন স্কুল পড়ুয়াকে বাছাই করে নেন তিনি। শিলিগুড়ির সায়নী দে, অনুজ্ঞা লাহা, জলপাইগুড়ির দীপশিখা মুখোপাধ্যায় ও রাজগঞ্জের সৃজনী পানিগ্রাহী, উচ্চয় চক্রবর্তী, তনুরিমা সরকার সহ রাজগঞ্জের বেশ কয়েকজন ছেলে-মেয়ে জীবনে প্রথম সিনেমার সুযোগ পেয়েছে। এপ্রিল মাসে সৌমিতা দাসের প্রযোজনায় ও কলকাতার ছেলে কার্তিক সিংয়ের পরিচালনায় ওয়েব সিরিজের শুটিং করা হয়। সিংঘমের ভূমিকায় অভিনয় করেছেন মুম্বইয়ের খ্যাতনামা অভিনেতা কপিল সোনি ও সৌমিতার স্বামী পারস মদন। রাজগঞ্জের চা বাগান, মাঠঘাট, শ্রীসংঘ ক্লাব, পরিত্যক্ত গোডাউন ও একটি বেসরকারি স্কুলে শুটিং করা হয়। সৌমিতা জানান, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক সময় মানব পাচারের ছক কষছে দুষ্কৃতীরা। এক্ষেত্রে পরিবারকেও সচেতন হতে হবে।
আরও পড়ুন: Nagrakata | সুলকাপাড়া হাই স্কুলের রজতজয়ন্তী বর্ষ উদযাপন