কলকাতাঃ দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার কলকাতা লাগোয়া ১, ৪, ৬, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৪ ওয়ার্ড, বনহুগলী গ্রাম পঞ্চায়েত ও খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকা সম্প্রতি অতিস্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আর তা নিয়েই রবিবার রাজপুর-সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে পুরসভার তরফে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলি হল-
- কলকাতা লাগোয়া গড়িয়া ও গড়িয়া স্টেশন এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।
- গড়িয়া ও গড়িয়া স্টেশন এলাকায় বাজার ভাগ করে দেওয়া হবে। গড়িয়া স্টেশনে যে মাছের পাইকারি বাজার আছে সেটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে।
- পুরসভার বিভিন্ন জায়গায় লকগেট বা চেকপোস্ট বসানো হবে। উপযুক্ত কারণ ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না।
- করোনা মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভাজুড়ে কড়া নজরদারি চালানোর জন্য ভলান্টিয়ার নিয়োগ করবে পুরসভা।
- অতিস্পর্শকাতর এলাকায় মাইকিং ও থার্মাল গান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।