ফাঁসিদেওয়া: ভারতীয় জনতা যুব মোর্চার সীমান্তের গ্রাম পরিদর্শন এবং সম্পর্ক অভিযান কর্মসূচিতে ফাঁসিদেওয়াতে(Phansidewa) এলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টা। সোমবার প্রথমে ভারত-নেপাল সীমান্ত খড়িবাড়ির রামধনজোতেও কর্মসূচির অঙ্গ হিসেবে গ্রাম সভা ছিল। সেখানেও সাংসদ গিয়েছিলেন। এলাকার মানুষদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সেখান থেকে এদিন ফাঁসিদেওয়া মণ্ডল সভাপতি বিশ্বদীপা ঘাটানের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে সেখানেই মধ্যাহ্নভোজন করেন। পরে তিনি ফাঁসিদেওয়ার বিএসএফ ক্যাম্প পরিদর্শনে যান। পাশাপাশি, গোয়ালটুলির মোড় থেকে একটি বাইক মিছিলেও অংশ নেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ অন্যান্যরা। গত ২১ জানুয়ারি ফাঁসিদেওয়াতে এই কর্মসূচি শুরু হয়। এদিন লিউসিপাকড়িতে একটি জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয় বলে দলীয় সূত্রে খবর।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : চরম ব্যস্ততা কুমারটুলিতে, সরস্বতী মূর্তি বানিয়ে লক্ষ্মীলাভের আশায় মৃৎশিল্পীরা