কলকাতা, ১৭ মার্চঃ বাতিল হয়ে গেল তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নপত্র। তাঁর মনোনয়নপত্রের সঙ্গে এলাকার ইলেকটোরাল রোল জমা পড়েনি এবং হলফনামায় পদ্ধতিগত ত্রুটি ছিল বলে অভিযোগ উঠেছিল। সোমবার তাঁর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়। ত্রুটি থাকায় বাতিল হয়ে যায় দীনেশ বাজাজের মনোনয়নপত্র। এর জেরে পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম আসনে ভোটাভুটির প্রয়োজন থাকল না। যার ফলে বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয় কার্যত নিশ্চিতই হয়ে গেল।
আগামী ২৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনের নির্বাচন। তৃণমূলের সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দীনেশ বাজাজ। বাম-কংগ্রেস জোটের তরফে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। দীনেশ বাজাজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এবার চার তৃণমূল ও একজন বাম-কংগ্রেস প্রার্থী ভোটাভুটি ছাড়াই রাজ্যসভায় যাবেন।