ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল দেশের গণবিধ্বংসী অস্ত্র সংশোধনী বিল আনা হবে। অবশেষে আজ ধ্বনি ভোটে রাজ্যসভায়(Rajya Sabha) এই বিল পাস করা হল। লোকসভায় অবশ্য ইতিমধ্যে এই বিল পাস হয়েছে। এবার রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন। তারপরেই আইনে পরিণত হবে গণবিধ্বংসী অস্ত্র সংশোধনী বিল। প্রসঙ্গত ২০০৫ সালে গণবিধ্বংসী অস্ত্র আইন পাশ করা হয়েছিল। কিন্তু সেই সময় শুধুমাত্র অস্ত্র তৈরি এবং কেনা বেচার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। এবার সেই আইনে কিছু বদল এনে সংশোধনী বিল পেশ করা হয়েছে। প্রসঙ্গত, যাতে গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে আর্থিক সহায়তা কেউ না করতে পারে, তার জন্যই নিষেধাজ্ঞা চাপানো হবে। যদি প্রমাণ পাওয়া যায়, কেউ গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে সাহায্য করছে তাহলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার থাকবে কেন্দ্রের। কার্যত সন্ত্রাসবাদ দমনে মুখ্য হাতিয়ার হয়ে উঠতে চলেছে এই সংশোধনী বিল বলেই মনে করা হচ্ছে।
চলতি অর্থবর্ষে ১০০ দিনের প্রকল্পের টাকা পায়নি রাজ্য, মানল কেন্দ্র
ডিজিটাল ডেস্ক : দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ জানিয়ে আসছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১০০ দিনের...
Read more