ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আজ ষষ্ঠ দফার নির্বাচন চলছে। আর এক দফা নির্বাচন বাকি। আর তারপরেই আগামী ১০ ই মার্চ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে চলেছে। সেক্ষেত্রে বিশেষ নজর যে উত্তরপ্রদেশের ওপর থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মধ্যেই কৃষক নেতা রাকেশ টিকায়েত বিস্ফোরক দাবি করলেন। এদিন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভোটের পর তীব্র গন্ডগোল হবে। এমন কি গণনা কেন্দ্রের ইভিএম বদলে দেওয়া হতে পারে। সেই আশঙ্কা থেকেই উত্তরপ্রদেশের মানুষ এবং কৃষকদের তিনি ভোট গণনা কেন্দ্রের বাইরে পাহারা দেওয়ার আবেদন করেছেন। প্রসঙ্গত, রাকেশ টিকায়েত বরাবরই বিজেপির বিরুদ্ধে প্রচার করেন। সেই কৃষক নেতা যখন উত্তর প্রদেশের ভোট নিয়ে এহেন দাবি করেছেন, স্বাভাবিকভাবেই তা নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে।
ইন্দিরা-রাজীব মৃত্যু নিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর, বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজীব গান্ধি এবং ইন্দিরা গান্ধির মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরাখণ্ডের মন্ত্রী গণেশ যোশি (Ganesh Joshi)। এদিন তিনি...
Read more