বিন্নাগুড়ি: ১৫ জানুয়ারি আর্মি ডে। সেই উপলক্ষ্যে বিন্নাগুড়ি সেনা ছাউনির তরফে শনিবার একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিন্নাগুড়ি ইগনু সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ৩১সি জাতীয় সড়ক ধরে সেনা ছাউনিতে প্রবেশ করে। ১০ মিনিটের এই র্যালি দেখতে বিন্নাগুড়ির বাসিন্দারা রাস্তার ধারে ভিড় জমান। ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে র্যালিতে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ির ফাঁড়ির পুলিশ। সামলে তাদের সাহায্য করেন। সেনাদের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতির জন্য আজকের আয়োজনটি ছোট আকারেই করা হয়েছে।
লকার ও তালা ভেঙেও খালি হাতেই ফিরতে হল চোরের দলকে
ওদলাবাড়ি: দরজার তালা ও লকার ভেঙেও খালি হাতেই ফিরতে হল চোরের দলকে। ওদলাবাড়ি বিধানপল্লীতে দীপ্তি বক্সী নামে মহিলার বাড়িতে বৃহস্পতিবার...
Read more