তুফানগঞ্জ, ৯ নভেম্বর: তুফানগঞ্জে পদযাত্রা ও পথসভা করল পূর্বাঞ্চলীয় বীমা কর্মচারী সমিতি। বৃহস্পতিবার দুপুরে শহরের ভিআইপি মোড়ে পথসভাটি অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় বীমা কর্মচারী সমিতির সহকারি সম্পাদক দেবাশীষ রায় জানান, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর সম্মেলন রয়েছে তাদের। ভারতীয় জীবন বীমা নিগমকে আরও শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষা করা, বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করা সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রাখা হয়েছে। সেই উপলক্ষ্যেই এদিনের কর্মসূচি পালন করা হয়।