বীরপাড়া: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে রবিবার বীরপাড়া থানার উদ্যোগে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি ও অনুষ্ঠান করল পুলিশ। থানা সূত্রের খবর, র্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশ নেয়। সারনা এসটি ক্লাবে ওই পড়ুয়াদের মাঝে ড্রাগের নেশা কতটা সর্বনাশা তা ব্যাখ্যা করেন পুলিশ আধিকারিকরা। বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি জানান, এলাকাকে মাদকের প্রভাব থেকে মুক্ত করতে প্রথমে উঠতি প্রজন্মকে মাদকের ভয়াবহতা বোঝাতে হবে। তাই এই কর্মসূচিতে পড়ুয়াদের শামিল করা হয়েছে। এদিকে, লঙ্কাপাড়ায় মিলন সংঘের উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজিত হয়। সংগৃহীত হয়েছে ৩২ ইউনিট রক্ত। মাদকের প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিনেশ রাই, তৃণমূল যুবর সভাপতি বিশাল গুরুং।
আরও পড়ুন : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, সোমবার ফালাকাটায় আসছেন শুভেন্দু