চালসা: নাগরাকাটা বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সুকবির সুব্বার সমর্থনে মিছিল ও পথসভা করা হল। বৃহস্পতিবার বিকেলে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি সমগ্র বাজার পরিক্রমা করে। মিছিলের পর হয় পথসভা।
পথসভায় বক্তারা তৃণমূল ও বিজেপির কড়া সমালোচনা করে সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সিপিএম নেতা শঙ্কর বিশ্বাস, সফিরুদ্দিন আহমেদ, গোপাল সাউ, কংগ্রেসের মেটেলি ব্লক সভাপতি কুমার থাপা, যুব কংগ্রেসের নাগরাকাটা বিধানসভার সভাপতি কুরবান শেখ সহ আরও অনেকে।
- Advertisement -