ইসলামাবাদ: ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ। একমাত্র আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়। বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। কিন্তু বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে মরিয়া পাকিস্তান। সেকারণে এবার আইসিসির কাছে চার দলীয় টুর্নামেন্টের প্রস্তাব দিতে চলেছেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। তিনি বলেন, ‘আইসিসির কাছে আমি ৪ দলীয় একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেব। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে ওই টুর্নামেন্ট আয়োজিত হবে।‘ যদিও এই প্রস্তাবে আইসিসি অনুমোদন দেবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য, পাক ক্রিকেট বোর্ডের প্রধানের পদে বসার পর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন রামিজ। অক্টোবরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক চলাকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শা’র সঙ্গে দেখাও করেন তিনি।