ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগেই ‘শামসেরা'(Shamsera) ছবিতে রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক প্রকাশ্যে এসেছিল। আর তাতেই সাড়া পড়ে গিয়েছিল বিনোদন জগতে। আজ মুক্তি পেয়েছে অভিনেতা রণবীর কাপুরের নতুন ছবি ‘শামসেরা’র ট্রেলার। কিন্তু তার মধ্যেই অভিনেতা জানালেন, বড় উদ্বেগের খবর। রণবীর কাপুর জানিয়েছেন, তিনি যখন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসছিলেন, সে সময় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, ট্রেলার লঞ্চ উপলক্ষে রণবীর কাপুর যখন আসছিলেন, তখন তাঁর গাড়িতে ভুলবশত অন্য আরেকটি গাড়ি এসে ধাক্কা দেয়। তবে তাতে রণবীর কাপুরের কোনরকম ক্ষতি হয়নি। তিনি সুস্থ এবং অক্ষত আছেন। আপাতত এই খবরে স্বস্তি মিলেছে। সবার নজর এখন ‘শামসেরা’র মুক্তির দিকে।
বিমানের ডানায় দু টুকরো ট্যাক্সি, ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্ক : অনেক দিনে আগের ঘটনা। সালটা ২০১৫। দিনটা ৪ঠা ফেব্রুয়ারি। ঐদিন সকাল ১১ টা নাগাদ কিলুং নদীর বুকে...
Read more