উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৮তম কলকাতা(Kolkata) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খানের কাছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আগেই পৌঁছে গিয়েছে। এমনকি, উদ্বোধনী মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন রানি মুখোপাধ্যায় ও অরিজিৎ সিং। আমন্ত্রণ জানানো হয়েছে কুমার শানুকেও। এছাড়াও বলিউড পরিচালক মহেশ ভট্ট ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা উপস্থিত থাকবেন বলে খবর।
এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের ১৯তম বছরে উদ্বোধনী মঞ্চে ছিলেন রানি মুখোপাধ্যায়। ২০১৯ সালে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মহেশ। সৌরভকেও এর আগে উৎসবের মঞ্চে দেখা গিয়েছে।