ডিজিটাল ডেস্ক : চলছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয়েছে মধ্যপ্রদেশ এবং মুম্বই। গতকাল মধ্যপ্রদেশ পিছিয়ে থাকলেও মুম্বইয়ের ৩৭৪ রান তাড়া করে মধ্যপ্রদেশ কিন্তু আজ ৩৬৮/৩ রান সংগ্রহ করেছে। মাত্র ছয় রানে তাঁরা পিছিয়ে রয়েছে। গতকাল মুম্বইয়ের সরফরাজ খান সেঞ্চুরি করেন। এরপর আজ মধ্যপ্রদেশের ওপেনার যশ দুবে নিজের শত রান পূর্ণ করেছেন। দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান ছিল ১২৩/১। আর তৃতীয় দিনে মধ্যপ্রদেশ করেছে ২৫১ রান। অন্যদিকে দ্বিতীয় দিনের শেষে ৪১ রানে অপরাজিত থাকা মধ্যপ্রদেশের শুভম শর্মাও এদিন শতরান করেছেন। তিনি ১১৬ রানে আউট হয়েছেন। মুম্বইয়ের হয়ে এদিন দুটি উইকেট পেলেন শামস মুলানি এবং মোহন আভাস্তি। দুটি ক্যাচই নিয়েছেন হার্দিক তামোরে। মনে করা হচ্ছে, চতুর্থ দিনের ফলাফলেই বোঝা যাবে রঞ্জি ট্রফি কার হাতে উঠবে। তাই চতুর্থ দিনের খেলার দিকেই নজর থাকছে ক্রীড়া বিশেষজ্ঞদের।
মহারাষ্ট্রে গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৬
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra)...
Read more