আসানসোল: আসানসোলের জিটি রোড লাগোয়া রেলের পুকুর লোকো ট্যাঙ্ক থেকে শনিবার উদ্ধার হল বিরল প্রজাতির একটি কচ্ছপ।
এদিন রেলের ওই পুকুরে মাছ ধরার সময় জালে আটকে পড়ে কচ্ছপটি। কচ্ছপটিকে দেখার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পরে রেলের তরফে পুকুরের দেখভালের দায়িত্বে থাকা বর্তমান মালিকের পক্ষ থেকে জেলা বনদপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। রেলের ওই পুকুরে কীভাবে এতবড় একটা কচ্ছপ এল তা অবশ্য জানা যায়নি।
- Advertisement -