উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরের শিশুর পেটে এক কেজি ওজনের টিউমার। জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএমে (SSKM)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম রিপন গোলদার। তিনি উলুবেড়িয়ার বাসিন্দা। মাস তিনেক ধরে কিছু খেতে পারছিল না শিশুটি। অসুস্থ অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালের শিশুশল্য বিভাগে ভর্তি করা হয়। শিশুশল্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সুজয় পাল এবং ডাঃ ঋষভদেব পাত্রর অধীনে ভর্তি হয় শিশুটি। চিকিৎসকরা জানান, শিশুটির ডানদিকের কিডনিতে টিউমার হয়েছে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় উইলমস টিউমার। মূলত তা কিডনির এক ধরনের ক্যানসার। পেটের মধ্যে প্রায় এক কেজি ওজনের ওই টিউমারের জেরে শিশুটি কিছু খেতে পারত না। শেষে প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচার করে টিউমারটি বের করা হয়।
এসএসকেএম সূত্রের খবর, টিউমারটি বাদ দেওয়ার পর বায়োপসি করার জন্য পাঠানো হয়েছে। দেশে প্রতি বছর পাঁচশো থেকে ছ’শো জন শিশু উইলমস টিউমারের শিকার বলে সমীক্ষার রিপোর্ট। বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচারের খরচ কয়েক লক্ষ টাকা। এসএসকেএম হাসপাতালে তা করতে খরচ হয়েছে মাত্র ২ টাকা। শিশুটি এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছে।