ডিজিটাল ডেস্ক : কলকাতার মাটিতে ইঁদুরের উৎপাত যে সর্বত্র সে কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এই ইঁদুরের উৎপাতের ফলে কলকাতায় ঘনিয়ে উঠেছে বিপদ। কয়েক বছর আগে ইঁদুর ঢাকুরিয়া ব্রিজের এমন অবস্থা করে দিয়েছিল যার ফলে ব্রিজ বন্ধ করে দিতে হয়েছিল। সোমবার কলকাতা মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) স্বীকার করে নিয়েছেন, চেষ্টা করেও ইঁদুরের উৎপাত কিছুতেই ঠেকানো যাচ্ছেনা। তবে শুধু ঢাকুরিয়া ব্রিজ এর সমস্যা নয়, গোটা কলকাতাজুড়ে যেভাবে তলায় তলায় ইঁদুর অত্যাচার চালাচ্ছে তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে। এমনকি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইঁদুরের জন্য বলে জানা যাচ্ছে। ইঁদুর আটকাতে রীতিমতো দিশেহারা প্রশাসন। ইঁদুরের উৎপাত আটকাতে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন : মেট্রো বিপর্যয়ের কারণে এবার বাড়ি বদলের ভাবনা বিধায়ক তাপস রায়ের