ডিজিটাল ডেস্কঃ এইচআইভি কিংবা ক্যান্সারের কোন চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এই রোগের পরিণাম শেষমেষ মৃত্যু। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালো মার্কিন চিকিৎসকরা। জানা গিয়েছে, দীর্ঘ চিকিৎসার পর প্রাণঘাতী এইচআইভিকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক মার্কিন মহিলা। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পদ্ধতি ব্যবহার করে তাঁকে সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, এইচআইভি চিকিৎসায় পরপর তিন জনকে সুস্থ করে তুলল মার্কিন চিকিৎসকরা। সূত্রের খবর, এইচআইভির পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৬৪ বছর বয়সী এক মার্কিন মহিলা। ক্যান্সার থেকে মুক্তির জন্য কেমোথেরাপি দেওয়া হয় তাঁকে। এরপর তার শরীরে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। আর তাতে দেখা যাচ্ছে ক্যান্সারের পাশাপাশি এইচআইভির জীবাণুও নষ্ট হয়ে গিয়েছে। এই অসাধ্রণ সাফল্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিসের এইডস বিভাগের পরিচালক কার্ল ডাইফেনব্যাচ জানিয়েছেন, যে চিকিৎসা পদ্ধতিতে মার্কিন মহিলাকে সুস্থ করে তোলা হইয়েছে, এবার সেই একই পদ্ধতি অন্যান্য এইডস আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। খুব স্বাভাবিকভাবেই মার্কিন চিকিৎসকদের এই অসাধারণ সাফল্য ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে বিশ্বজুড়ে।
আরও পড়ুনঃ করোনার মাঝেই এবার আতঙ্কের নয়া রূপ লাসা