Iকলকাতা: কলকাতায় ইসকনের রথযাত্রা (Rathyatra) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহানও। এদিন রথযাত্রা উপলক্ষ্যে নব কলেবরে সেজে ওঠে ইসকন। সেখানে আরতি করেন মুখ্যমন্ত্রী।
West Bengal CM Mamata Banerjee, TMC MP Nusrat Jahan Ruhii and others participate in aarti at ISKCON Temple in Kolkata.
The CM will shortly inaugurate #RathYatra here. pic.twitter.com/QMCgeyEtlh
— ANI (@ANI) July 1, 2022
এদিন সকাল থেকে নাচ-গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কলকাতার ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে এক হাজার আট রকমের ভোগ নিবেদন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে ভক্তরাও সেখানে উপস্থিত হয়েছেন।