পারডুবি: র্যাশন দোকান থেকে বিনামূল্যে চাল, আটা, গম দেওয়ার কথা উপভোক্তাদের। তবে, মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের এগারোমাইলের চিত্রটা একটু অন্যরকম। স্থানীয় উপভোক্তারা তাঁদের প্রাপ্য চাল, গম, আটা র্যাশন ডিলাররের থেকে বুঝে নেওয়ার পর সেখানেই বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে। এতেই শুরু ক্ষোভ-বিক্ষোভ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয়বাসিন্দাদের একাংশের অভিযোগ, উপভোক্তাদের থেকে কম দামে র্যাশন সামগ্রী কিনে তা চড়া দামে অন্যত্র বিক্রি করছেন স্থানীয় ডিলার। করোনা আবহে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় ও রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পে খাদ্যসাগ্রী পেয়ে থাকেন উপভোক্তারা। কিন্তু গ্রাহকদের একাংশ সেসব টাকার বিনিময়ে ওই র্যাশন দোকানেই বিক্রি করে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপভোক্তার দাবি, র্যাশন থেকে পাওয়া চাল-গম-আটা যথেষ্টই নিম্নমানের। খাওয়া দায়। তাই বাধ্য হয়েই তা বিক্রি করতে হয়।
মাথাভাঙ্গা মহকুমা খাদ্য নিয়ামক নীলাম্বর মান্ডি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। সবিস্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। একইভাবে বিডিও উজ্জ্বল সর্দার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।