ডিজিটাল ডেস্কঃ রেশন ডিলাররা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে। আর এবার ওয়েস্ট বেঙ্গল এম আর ডীলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হল। তবে তার আগে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হল বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার বনগাঁ শাখার রেশন ডিলারদের পক্ষ থেকে মহকুমা খাদ্য দপ্তরের(Food Department) সামনে প্রথমে অবস্থান-বিক্ষোভ করা হয়। আর সেখানেই রাজ্য সরকারকে চোর বলে দাবি করলেন বনগাঁ থানা শাখার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায় চৌধুরী। তাঁর দাবি, তাঁরা যখন আগে চুরি করতেন তখন খাদ্য দপ্তর চুরির ভাগ নিত। কিন্তু এখন আর তাঁরা চুরি করেন না বরং রাজ্য সরকার খাবার চুরি করে। তবে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক অনিন্দিতা পাল কোনো মন্তব্য করেননি। পাশাপাশি বনগাঁর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এ প্রসঙ্গে তীব্র প্রতিবাদ করেছেন। রেশন ডিলারদের এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
আরও পড়ুনঃ পার্থ, পরেশ, অনুব্রতর আয়ের হিসাব জানতে চাইল সিবিআই