হেলাপাকড়ি, ৩ এপ্রিলঃ র্যাশন বিলির তৃতীয় দিন শুক্রবার ভোটপট্টি এবং হেলাপাকড়ির র্যাশন ডিলারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, উপভোক্তাদের ন্যায্য সামগ্রী বন্টন থেকে বঞ্চিত করা হচ্ছে। আর তা নিয়েই ভোটপট্টির সচেতন নাগরিকরা প্রতিবাদে সরব হলেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলে সামগ্রী কম দেওয়ার বিষয়টি জানতে পেয়ে, তাঁরা ডিলারদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অমল রায় নামে এক উপভোক্তা জানান, ৫ টি কার্ডে ১০ কেজি চাল ও ১০ কেজি আটা দেওয়া হয়েছিল। পরে নাগরিকরা এসে আরও ৫ কেজি আটা আদায় করে দিয়েছেন। বিষয়টি তিনি আগে জানতেন না। সচেতন নাগরিকদের তরফে পুস্পজিত নন্দ জানান, দেশের জরুরি পরিস্থিতিতে সরকারের তরফে বিনামূল্যে র্যাশন দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে পরিমান র্যাশন সামগ্রী পাওয়ার কথা, অনেক ক্ষেত্রেই খোঁজ নিয়ে দেখা গিয়েছে, তারা প্রাপ্য সামগ্রীর চেয়ে কম পাচ্ছেন। সেই অভিযোগ পেয়েই তাঁরা অসচেতন উপভোক্তাদের পাওনা আদায় করে দিয়েছেন। র্যাশন ডিলারদের দাবি, তাঁরা ইচ্ছে করে কম সামগ্রী দিচ্ছেন না। এই দাবির পক্ষে নরেন্দ্রনাথ রায় নামে এক ডিলার জানিয়েছেন, হিসেবের চেয়ে আটা কম এসেছে। তাই, সব উপভোক্তাদের বন্টন করার জন্য, শুধুমাত্র আটা কিছু কম দেওয়া হচ্ছে। পরে সঠিক পরিমান এলে, বাকি আটাও দিয়ে দেওয়া হবে। ময়নাগুড়ির বিডিও ফ্রিন্টসো শেরপা জানান, কয়েকটি র্যাশন দোকানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more