পুরাতন মালদা: র্যাশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল এক র্যাশন ডিলারের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা মহম্মদপুরে। ওই ঘটনায় অভিযুক্ত র্যাশন ডিলারের ছেলেকে আটক করেছে পুলিশ। এই নিয়ে বৃহস্পতিবার খাদ্য দপ্তর এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছান। র্যাশন ডিলারের গ্রেপ্তারের দাবিতে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অভিযুক্ত র্যাশন ডিলারকে না পেয়ে তার ছেলেকে এদিন আটক করে পুলিশ। বিক্ষোভের জেরে এদিন র্যাশন বিলির কাজ বন্ধ ছিল।
কয়েক বস্তা চাল ও আটা সমেত একটি গাড়ি আটক করেছে মালদা থানার পুলিশ। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে পুলিশ ও খাদ্য দপ্তর তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে যাত্রাডাঙ্গার হালনা মহম্মদপুরের র্যাশন ডিলার নবিজান আলির বিরুদ্ধে র্যাশন সামগ্রী পাচারের অভিযোগ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ লকডাউনের জন্য ওই র্যাশন ডিলারের গোডাউনে প্রচুর র্যাশন সামগ্রী মজুত করা ছিল। গতকাল রাতে গাড়িতে করে চাল ও আটা পাচার করা হচ্ছিল।
আরও খবর: লকডাউনকে উপেক্ষা করে রমরমিয়ে চলছে সাপ্তাহিক হাট
বিষয়টি জানতে পেরে গ্রামের বাসিন্দারা ধাওয়া করে গাড়িটিকে তারাপুর এলাকায় ধরে ফেলে। গাড়িটিতে বেশ কয়েক বস্তা চাল ও আটা দেখতে পান স্থানীয়রা। এরপর চালককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে সে পাচারের কথা স্বীকার করে নেয় বলে জানান স্থানীয়রা। র্যাশন ডিলারের কথায় সে ওই কাজ করেছে বলে জানিয়েছে।
র্যাশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই র্যাশন ডিলার বরাবর র্যাশনে কারচুপি করতে অভ্যস্ত। লকডাউনের সময় সরকার সাধারণ মানুষের জন্য র্যাশন সামগ্রী পাঠালেও ওই ডিলার তা পাচার করে দিচ্ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। চাল ও আটা ভর্তি গাড়িটি আটক করে মালদা থানায় নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয়রা ওই গাড়ির চালককে ছেড়ে দেওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। খাদ্য সুরক্ষা দপ্তরে পুলিশ বিষয়টি জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে খাদ্য দপ্তরের কর্তারা। এই বিষয়ে পুরাতন মালদার খাদ্য নিয়ামক দপ্তরের এক কর্তা জানান, র্যাশন সামগ্রী পাচারের ঘটনাটি শুনেছি। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’এদিন খাদ্যদপ্তর এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছালে স্থানীয়রা ফের বিক্ষোভ দেখান।