জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা : গা ছমছমে ঘন জঙ্গলে যখন তখন দেখা মিলতে পারে হাতি-বাইসনের। পাখির কিচিরমিরির আকছার। পাতে দারুণ সুন্দর ঝিলা মাছের ঝোল আর বিকেলে মনমাতানো নাচ। জলপাইগুড়ি জেলার মোরাঘাট জঙ্গল লাগোয়া মেলাবস্তি ও মঙ্গলকাটায় গড়ে ওঠা হোমস্টেগুলিকে কেন্দ্র করে রাভারা নতুনভাবে বাঁচার স্বপ্নে বিভোর।
রাভারা হইচইমার্কা জীবন পছন্দ করেন না। বাইরের পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ নেই বললেই চলে। জঙ্গলে থেকে বন্যপ্রাণীদের আক্রমণ প্রতিহত করে তাঁরা বেঁচে থাকেন। বন দপ্তরে শ্রমিকের কাজ করে কয়েকটি পরিবারের দিন গুজরান হলেও কাজের অভাবে তাঁদের অনেকেই সমস্যায় রয়েছেন। সরকার তাঁদের হাতে জঙ্গল রক্ষার দায়িত্ব তুলে দিলেও রাভাদের অনেকে গাছ কাটার মতো বেআইনি কাজে জড়িয়ে পড়েছেন।
সমস্যা মেটাতে রাজ্য সরকার উদ্যোগী হয়। সম্প্রতি রাজ্যের পর্যটন দপ্তরের অনুমোদন ও আর্থিক সাহায্যে মেলাবস্তি ও মঙ্গলকাটায় আটটি হোমস্টে গড়ে তোলা হয়েছে। সরকারি অনুমোদন নিয়ে রাভারা নিজেদের জমিতে এই হোমস্টেগুলি গড়ে তুলছেন। ইতিমধ্যে পর্যটন দপ্তর থেকে সরকারি সাহায্যের প্রথম কিস্তির টাকা মিলেছে। হোমস্টেগুলি তৈরির কাজ প্রায় শেষ। পর্যটকরা একটু একটু করে আসতে শুরু করেছেন। জীবন ইতিবাচক হয়ে উঠতে থাকায় রাভারা খুবই খুশি। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গ থেকেও পর্যটকরা হামেশাই তাঁদের হোমস্টেতে এসে এলাকার পর্যটন-অর্থনীতিকে মজবুত করবেন বলে তাঁদের ধারণা।
শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা একটি হোমস্টে মালিক ডাউদ রাভা বললেন, আয়ে তেমন সুযোগ না থাকায় কিছু মানুষ বেআইনি পথে পা বাড়িয়েছিল। তবে আশা রাখি, সরকার আমাদের এখানে এতগুলি হোমস্টে তৈরি করায় ওই মানুষরা মূলস্রোতে ফিরে আসবে ও আমাদের এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। আরেক হোমস্টে মালিক দেবারু রাভার কথায়, আমাদের সুন্দর সংস্কৃতি ও নৃত্যশৈলী আছে। পর্যটকরা আমাদের এখানে এলে তা স্পষ্টভাবে উপলব্ধি করবেন।
রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রবি রাভার বলেন, সরকার আমাদের হোমস্টে তৈরির সুযোগ ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। তাঁরা যাতে আমাদের এখানে এসে এলাকার দারুণ সৌন্দর্য উপলব্ধি করেন সেজন্য পর্যটকদের কাছে অনুরোধ জানাচ্ছি। জলপাইগুড়ি জেলার পর্যটন আধিকারিক রিচার্ড লেপচা বলেন, যেখানে রাভারা বসবাস করেন সেখানে পর্যটনশিল্প বিকাশের প্রযোজনীয় রসদ রয়েছে। তাই জেলায় পর্যটনশিল্পের বিকাশ ও রাভা সংস্কৃতিকে তুলে ধরার জন্য হোমস্টেগুলি তৈরির অনুমোদন ও আর্থিক সাহায্য করা হয়েছে।