উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৯ এপ্রিল অর্থাৎ ইদে মুক্তি পাবে জিৎ-এর নতুন ছবি ‘রাবণ’। জিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন। ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে এই ছবিতে তাঁরা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এক নতুন মুখ লহমা। ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবিতে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে জিৎ-কে। ‘অসুর’-এর পর আরও একবার নয়া অবতারে ধরা দেবেন তিনি। ছবির পরিচালক এম এন রাজ। এই প্রথমবার ছবি পরিচালনায় আসছেন তিনি। প্রসঙ্গত, এই মুহূর্তে ছোটপর্দার একটি শোয়ের সঞ্চালনার করছেন জিৎ।
এবার ঋদ্ধির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী, প্রকাশ্যে ছবির পোস্টার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly) এখন শিরোনামে রয়েছেন। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। ‘বৌদি...
Read more