মুম্বাই : টানা লকডাউন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। তা সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ করল রিজার্ভ ব্যাংক। প্রধানমন্ত্রীর লকডাউন ২.০ ঘোষণার পর শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। করোনা পরিস্থিতির মোকাবিলায় তিনি বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেন তিনি।
ব্যাংকে নগদের জোগান বাড়াতে রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো কথা জানিয়েছেন তিনি। এর ফলে ৪ বেসিস পয়েন্ট থেকে রিভার্স রেপো রেট কমে ৩.৭৫ হল। তবে রেপো রেটে কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি জানান, করোনাভাইরাসের হানায় গোটা বিশ্বে বেসামাল হলেও জি-২০ দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে বেশি। করোনা পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানান শক্তিকান্ত দাস।
পরিস্থিতি আয়ত্তের মধ্যে রাখতে ব্যাংকগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে বলে জানান তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন, জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ। আর্থিক বৃদ্ধির হার ১.৯% ধরে রাখবে ভারত, আইএমএফ-এর সমীক্ষার ভিত্তিতে ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। এছাড়াও এসআইবিডির জন্য ১৫ হাজার কোটি ও নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজের কথা জানান তিনি। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের কুর্নিশ জানিয়েছেন তিনি।