বিন্নাগুড়ি, ১৯ মার্চঃ কাঠের চোরাকারবার রুখতে ফের বড় সাফল্য পেল বনদপ্তরের মোরাঘাট রেঞ্জ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে সশস্ত্র সীমা বলের লুকসান ক্যম্পের জওয়ানদের নিয়ে বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি চা বাগানে যৌথ অভিযান চালায় মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। সেই সময় ওই এলাকায় থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ১০০ সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ উদ্ধার হয়।
মোরাঘাট রেঞ্জ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার করা চোরাই কাঠের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজ কুমার পাল জানান, প্রায় ১০০ সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ এদিন উদ্ধার করা হয়েছে। কাঠের চোরাচালানের পেছনে যে চক্রটি রয়েছে তাদের খোঁজ চলছে।
ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো ও মেলার সূচনা
বেলাকোবা: বোদাগঞ্জে মাঘ পূর্ণিমাতে ৫১ পীঠ ত্রিশ্রোতা মা ভ্রামরী দেবীর মন্দিরের বাৎসরিক পুজো ও মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার...
Read more