কলকাতা: রাজ্য সরকার প্রচুর নিয়োগ করতে চলেছে। ১ মার্চ থেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের কাজ শুরু হতে চলেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুরু করে ব্লকস্তর পর্যন্ত সমস্ত হাসপাতালের নানা পদে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক ও নার্স ছাড়াও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানা পদে কর্মী নিয়োগ করা হবে। গত ৩ বছর ধরে করোনা পরিস্থিতিতে নিয়োগের কাজ বন্ধ ছিল।
রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৫ মার্চের মধ্যে রাজ্যে ১৮০০ চিকিৎসক ও ৬,১০০ নার্স নিয়োগ করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে সহকারী সুপার পদে ৭৫ জনেরও বেশি নিয়োগ করা হবে। ১৬৩ জন ফেসিলিটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টার ও ২০০ জন ফার্মাসিস্ট নিয়োগ করার পাশাপাশি ১৫০ জন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করার কথা রয়েছে।