নাগরাকাটা: রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর বাগান(surendranagar tea gardens) খুলতে চলেছে ১০ অগাস্ট। চুক্তি মোতাবেক রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর ১১ অগাস্ট খোলার কথা থাকলেও দিনটিকে এগিয়ে ১০ অগাস্ট করা হয়েছে। তার আগে ৭ অগাস্ট পুজো হবে। রেড ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এখন সেখানে জোরকদমে কাজ চলছে। প্রথমে হাত দেওয়া হয়েছে হাতিতে গুঁড়িয়ে দেওয়া ফ্যাক্টরির চারপাশের সীমানা প্রাচীর তৈরির কাজে। পাশাপাশি বাগান পরিচালকদের বাংলো সংস্কারের কাজেও হাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ অগাস্ট রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর খোলার অনুষ্ঠানটি হবে বাগান রেড ব্যাংকের দুর্গা মণ্ডপে। সেদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চুক্তি মোতাবেক দুই বাগানের ফাওলই প্রাপক শ্রমিকদের হাত খরচ বাবদ ১ হাজার টাকা করে দেওয়া হবে। মালিক সুশীল পল রোজ এসে কাজকর্মের অগ্রগতি দেখে যাচ্ছেন। তিনি বলেন, ‘আগামী মরসুম থেকেই যাতে ফ্যাক্টরি চালু করে দেওয়া যায় সেই লক্ষ্যে এগোচ্ছি। শ্রমিকদের সহযোগিতা কামনা করি।’ রেড ব্যাংকের কর্মচারী সুশীল সরকার বলেন, ’শ্রমিকরা বাগানকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’ রানা সরকার নামে স্থানীয় এক যুবক বলেন, ’এতদিন পর বাগান খুলছে। সবাই উজ্জীবিত।’