ডিজিটাল ডেস্ক : একে হিজাব বিতর্কে দেশজুড়ে ঝড় উঠেছে, তার মধ্যে নতুন করে লালকেল্লায় গেরুয়া পতাকা উড়বে বলে বিতর্ক বাড়িয়েছেন কর্ণাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। আর তাই নিয়ে কর্ণাটক বিধানসভায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি রাজ্যের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিধানসভায় কংগ্রেসের বিক্ষোভ। কিন্তু এবার পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন খোদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি স্পষ্ট দাবি করলেন, ঈশ্বরাপ্পা এধরনের কোন মন্তব্য করেননি। আপাতত কর্ণাটক বিধানসভা অধিবেশন সোমবার অবধি স্থগিত বলে জানা যাচ্ছে। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, তাতে যে কংগ্রেসের মন গলবে না তা স্পষ্ট।
আরও পড়ুন : আরজেডি প্রধানের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা