ডিজিটাল ডেস্ক : প্রেম প্রত্যাখ্যান করেছিলেন যুবতী। ফলস্বরূপ ভয়াবহ ঘটনা ঘটে গেল তাঁর সঙ্গে। জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলাকার সুখপ্রীত কৌরকে বিরক্ত করতে শুরু করেন শরণ সিংহ শেট্টি। প্রায়শই সুখপ্রীতকে প্রেমের প্রস্তাব দেয় শরণ। কিন্তু সুখপ্রীত পরিষ্কার জানিয়ে দেন, তিনি শরণকে ভালোবাসেন না। আর ভালবেসে প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে শরণ সিংহ শেট্টি ধারালো ছুরি দিয়ে সুখপ্রীতের গলায় কোপ বসিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথে মৃত্যু হয় সুখপ্রীতের। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এবং এরপর পুলিশ নাসিকের লাসালগাঁওয়ের গণেশনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে সবাই।
ডুয়ার্সের প্রেমে পড়লেন অভিনেতা পংকজ ত্রিপাঠি! কী বললেন জানুন
চালসা: এবার কি ডুয়ার্সের প্রেমে পড়লেন বলিউড অভিনেতা পংকজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ! কথায় আছে, ডুয়ার্সে একবার যে আসবে সে...
Read more