ডিজিটাল ডেস্কঃ এসএসসি(SSC) মামলায় একের পর এক চমক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, দুপুর তিনটের মধ্যে শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই(CBI) অফিসে হাজিরা দিতে হবে। এবং সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু এদিন বিকেলে হাইকোর্টের পঞ্চম ডিভিশন বেঞ্চের রায় বদলে দিল সিঙ্গেল বেঞ্চের রায়কে। জানা গিয়েছে, এদিন বিকেলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি প্রসাদ সিনহা সহ এসএসসির প্রাক্তন ৫ উপদেষ্টাকে সিবিআই জেরা করতে পারবে অবশ্যই। কিন্তু তাঁদের কাউকেই নিজেদের হেফাজতে নিতে পারবে না। ডিভিশন বেঞ্চের এই রায় কার্যত স্বস্তি এনে দিলো স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন পাঁচ উপদেষ্টাকে। খুব স্বাভাবিকভাবেই এই রায় নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
আরও পড়ুনঃ ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর আগেই একাধিক প্রশ্ন পরিষেবা নিয়ে