ঘোকসাডাঙ্গা: মাথাভাঙ্গা-২ ব্লকের(Mathabhanga) ঘোকসাডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন তাহেরউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী ধর্মীয় জলসা সহ নানা অনুষ্ঠান। তাহেরউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা জলসা কমিটির সভাপতি সমসের আলি মিয়াঁ জানান, প্রতিযোগিতা মূলক গজল, ধর্মীয় জলসা, রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠান হয়। মঙ্গলবার রাতে ধর্মীয় জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজি মজিবর রহমান। রক্তদান শিবিরে মোট ৪৬ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত কোচবিহার এমজেএন ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় নির্বিঘ্নে সম্পন্ন হল এবছরের ধর্মীয় জলসা সহ নানা অনুষ্ঠান। তার জন্য সকলকেই ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মেঘদূত উৎসবে মাতল মালদা
আষাঢ়ের শুরুতেই মেঘদূত উৎসবে মেতে উঠল মালদা।
Read more